Jan 04, 2016 / by ictexpo / No Comments

দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে এই বলে শুরু হয়েছিলো আইসিটি এক্সপো ২০১৫ আর সেই লক্ষে আগামী ০৩-০৫ মার্চ,২০১৬ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি এক্সপো ২০১৬ ।

বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ উপলক্ষে আজ ৪,জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ আই.সি.টি এক্সপো ২০১৬” এর প্রস্তুতি সভা।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাননীয় আই.সি.টি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক । আরও উপস্থিত ছিলেন বি.সি.এস সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, আই.সি.টি সচিব শ্যাম সুন্দর শিকদার, মেলার আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, বেসিস সভাপতি ও বাংলাদেশের সকল আই.টি পণ্য উৎপাদন ও পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।